নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন- বর্তমান সরকার জনগণের সকল সুবিধা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে হবিগঞ্জে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। একটি কুচক্রী মহল সামান্য দোষত্রুটি বের করে এই উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে চায়। সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। রবিবার হবিগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, আইন-শৃঙ্খলা কমিটির সভা শুধু সিদ্ধান্ত নেয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকলে চলবে না। সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব বাস্তবায়নে সকলকে আন্তরিক থাকতে হবে তিনি আরোও বলেন, অতীতে হবিগঞ্জ পৌরসভার অব্যবস্থাপনার কারণে শহরে বৃদ্ধি পেয়েছে অবৈধ টমটম। কাগজপত্রবিহীন এসব টমটমের ব্যাপারে ব্যবস্থা নিয়ে শহরবাসীকে যানজট থেকে মুক্তি দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন তিনি। হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিকায়ক এম জাহিদুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply