নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুর্ধর্ষ ডাকাত ও টিপু হত্যার মুলহোতা মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী এরশাদ আলী(৩৮)কে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭আগস্ট শনিবার মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে এস আই কামাল হোসেন সহ একদল পুলিশ সিলেট শহরের আখালিয়া এলাকায় সন্ধ্যা ৭টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত এরশাদ উপজেলার আদাঐর ইউনিয়নের হালোয়াপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। পুলিশ জানায় এরশাদ আলীর বিরুদ্ধে মাধবপুর সহ বিভিন্ন থানায় ডাকাতি চুরি দুষ্যতাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। বিগত ২০১১ সালে উপজেলার মনতলা মেরাশানি গ্রামে ডাকাতি সংঘটিত হয়, তৎকালীন সিনিয়র সহকারি সচির আশরাফুল রহমান নোমান, ও সিনিয়র সহকারি সচিব ইমরুল মহসিনের ভাই টিপুকে ডাকাতরা কুপিয়েহত্যা করে।এঘটনার পর টিপুর স্ত্রী ঘটনার সাথে জরিত ডাকাত এরশাদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। বিচারক সাক্ষ্য প্রমানের ভিত্তিতে এরশাদকে মৃত্যুদন্ডাদেশ দেন। এরপর থেকেই এরশাদ আত্মগোপনে থেকে তার অপরাধ কর্মকান্ড চালিয়ে আসে। আসামী এর শাদের খবরটি মাধবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানকে অবগত করেন জনসাধারণ। তিনি যোগদানের পরই এরশাদকে গ্রেফতার করতে তৎপর হয়ে উঠেন। অবশেষে তিনি সিলেট থেকে তাকে গ্রেফতার করেন। এদিকে ডাকাত এরশাদ গ্রেফতারের খবরে শুনে থানা প্রাঙ্গণে উৎসুক জনতা ভিড় জমায় এবং জনসাধারণের মাঝে স্বস্তি নেমে আসে। ওসি জানান আমরা তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছি।
Leave a Reply