হবিগঞ্জ সংবাদদাতা : নাসার সাবেক জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক ড. দীপেন ভট্টাচার্য্য হবিগঞ্জে আসছেন। আজ শনিবার সকাল ১০টায় স্থানীয় টাউন হলে ‘আধুনিক জ্যোতির্বিজ্ঞানের টুকিটাকি’ বিষয়ক একক বক্তৃতা এবং বিজ্ঞান বিষয়ক প্রশ্নত্তোর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), হবিগঞ্জ, খোয়াই রিভার ওয়াটারকিপার ও তারুণ্য সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী সব নাগরিক ও শিক্ষার্থীদের অংশ নেবেন।
অধ্যাপক ড. দীপেন ভট্টাচার্য্য মার্কিন যুক্তরাষ্ট্রে নাসার গডার্ড স্পেস ফ্লাইট ইনস্টিটিউটের গবেষক ছিলেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার রিভারসাইড ক্যাম্পাসে (ইউসিআর) গামা রশ্মি জ্যোতির্বিদ হিসেবে ২০ বছর কাজ করেছেন তিনি। বর্তমানে ক্যালিফোর্নিয়ার মরেনো ভ্যালি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক। দীপেন ভট্টাচার্য বাংলাদেশের বিজ্ঞান ও পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত। বাংলা ভাষায় তার বেশ কয়েকটি কল্প উপন্যাস ও গল্প প্রকাশিত হয়েছে ।
Leave a Reply