নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন ও যাত্রীদের হয়রানী ধর্ষণ, ইভটিজিং, চুরি, ছিনতাই , গভীর জঙ্গলে লুকিয়ে থাকা অপরাধিরা রাস্তায় চলাচলকারী যানবাহনে ঢিল নিক্ষেপ বিশেষ কায়দায় অপরাধ রোধ করতে মহাসড়কের দু পাশে ঘন জঙ্গল পরিষ্কার করালেন মাধাবপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, তিনি বলেন এখন কোন অপরাধি জঙ্গলে লুখিয়ে থাকার সুযোগ নেই। মানুষের নিরাপত্তার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। এ দায়িত্ব বোধ থেকে রাস্তা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। মহাসড়কে চাঁদাবাজি বন্ধে এবং সড়কপথে চুরি, ডাকাতি, ছিনতাই, পকেটমার, মলমপার্টি ও অজ্ঞানপার্টির দৌরাত্ম্য রোধে এ উদ্যোগ নেওয়া, আশা করি এখন জনসাধারণ নির্ভয়ে চলাচল করতে পারবে। বুধবার সকালে মাধবপুর থানার নিজ উদ্যোগে মহাসড়কের নয়াপাড়া থেকে শাহজীবাজার পর্যন্ত জঙ্গল কেটে পরিষ্কার কার্যক্রম শুরু হয়। নয়াপাড়ার বাসিন্দা আব্দুল আউয়াল শাহ লিটন জানান,বর্ষা মৌসুম এলে রাস্তার দু পাশে ঘন জঙ্গলে ভরে যায়। এ গুলো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কেউ এগিয়ে আসে না। এ কারনে রাতের বেলা অপরাধিরা এসব জঙ্গল কে নিরাপদ আস্তানা ভেবে চুরি,ছিনতাই ও গাড়ীতে ঢিল নিক্ষেপ করে গাড়ি থামিয়ে চুরি ,ছিনতাই করতো। এছাড়া ওই এলাকায় বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত হাজার হাজার শ্রমিক রাতের বেলা কর্মস্থলে আসা যাওয়ার পথে জঙ্গলে লুখিয়ে থাকা অপরাধিদের কবলে পড়ে ধর্ষনের স্বীকার হত। কিন্তু মাধবপুর থানা পুলিশ বিশাল এলাকা জুড়ে জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্নতা করায় এখন কোন অপরাধি লুকিয়ে থাকার সুযোগ নেই। পরিবহন শ্রমিক নেতা আবু মিয়া জানান, রাস্তার দু পাশে ঝোপ ঝাড়ে আচ্ছন্ন ছিল । পরিবহন শ্রমিকরা রাতের গাড়ী চালাতে ভয় পেত। থানায় নবাগত ওসি কেএম আজমিরুজ্জামান যোগদানের পর জঙ্গল পরিষ্কার করার উদ্যোগ নেন। এখন রাস্তা পরিষ্কার হওয়ায় পরিবহন শ্রমিকরা নিরাপদে গাড়ী চালাতে পারবে। এতে করে উল্লেখিত এলাকায় অপরাধ অনেকটা কমে এসেছে।
Leave a Reply