শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে অবৈধ কাঠের গাছ উদ্ধার’ সংরক্ষিত বনাঞ্চল হুমকীর মুখে

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ৪০০ বার পঠিত

নুর উদ্দিন সুমন :জেলার শায়েস্তাগঞ্জে গাড়িভর্তি অবৈধ কাঠের গাছ উদ্ধার করেছে বন বিভাগ। ২৭জুলাই শনিবার সকালে হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ পুরানবাজার এলাকা থেকে পিকআপ গাড়িভর্তি কাঠের গাছগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া গাড়িভর্তি গাছগুলো বনবিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসে জমা রাখা হয়েছে। এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসের কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ। সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার সংরক্ষিত কালেঙ্গা রেঞ্জের রেমা বনবিটের পাশের বাসিন্দা আসলাম উল্লাহর বাড়ির অদূরে ময়না বিলের অনুকূলে ১নং ডিসি খতিয়ানের জমি থেকে শফিক মিয়া নামীয় ব্যক্তি গাছগুলো পিকআপে করে লাখাইয়ের বুল্লায় নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদে খবর পেয়ে বনরক্ষীরা এ গাছগুলো আটক করে।
এদিকে কিছু দিন বন্ধ থাকার পর আবারো এক শ্রেণির গাছ চোরাই চক্রের সদস্যরা সক্রিয় হয়ে ওঠেছে। যদিও বনরক্ষীরা কঠোরভাবে বন পাহারায় রয়েছেন। তারপরও চক্রের সদস্যরা সুযোগ সন্ধানে বনের গাছগুলো কেটে পাচার করছে। এতে করে বিরাট প্রভাব পড়ছে পরিবেশের উপর। উল্লেখ্য, সুন্দর বনের পরই দেশের বৃহত বন অবস্থিত মাধবপুর-চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা ও সাতছড়ি এবং রঘুনন্দনে। পরিবেশ রক্ষায় এসব বন বিরাট ভূমিকা পালন করছে। যেকোন মূল্যে এসব বনকে টিকিয়ে রাখতে হবে বলে পরিবেশ প্রেমিকরা দাবী করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com