শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

চুনারুঘাটে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৩১৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি।। সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় চুনারুঘাটে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০১৯ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ ২০জুলাই ১১টায় চুনারুঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। পরে এক বর্ণাঢ্য র‌্যালী চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চুনারুঘাট বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সরকারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) স.ম আজহারুল ইসলাম,

চারা বিতরণ করছেন সহকারী কমিশনার ভূমি স.ম. আজহারুল  ইসলাম 

চুনারুঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: মহিদ আহমদ চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি মো: হাসান আলী, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: ফারুক মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক মিয়া, মো; শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, সৈয়দ সাইদুর, কোহিনুর আক্তার, মিশকাতুল ইসলাম, সৌরভ কবির, আনোয়ার ইসলাম, রনি দেবরায়, পরিমল কর, সমীরণ পাল, রতন পাল, হিমাংশু দে, সফিকুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম খান প্রমুখ। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে বিভিন্ন জাতের চারা বিতরণ করেন এবং কৃষকদের কৃষি যন্ত্রাংশ বিতরণ করা হয়। মেলায় ১৫টি স্টল রয়েছে। আগামী ২২ জুলাই সোমবার কৃষি প্রযুক্তি মেলা শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com