নিজস্ব প্রতিনিধি।।আসন্ন ২৫ জুলাই বৃহস্পতিবার চুনারুঘাট সদর ইউনিয়নের উপ- নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার দীপক কুমার রায়ের পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদ উপ- নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মঈন উদ্দিন ইকবাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের উপ- নির্বাচনের চেয়ারম্যান পদে ঘোড়া মার্কা স্বতন্ত্র প্রার্থী মোঃ কাউছার বাহার, আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কা, মোঃ রইচ উল্লাহ, স্বতন্ত্র মোটর সাইকেল মার্কা, শেখ মোঃ আব্দুল মন্নান- স্বতন্ত্র প্রার্থী চশমা মার্কা সাংবাদিক নুর উদ্দিন সুমন। এছাড়া উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম, ১০মিরাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রমিজ উদ্দিন, এডভোকেট মোস্তাক বাহার ও প্রার্থীদের প্রতিনিধিগণ আলোচনা সভায় অংশ নেন।
এ সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনে প্রচার সংক্রান্ত বিভিন্ন সমস্যাবলীর কথা তুলে ধরেন এবং নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণের পদক্ষেপ গ্রহনের জন্য আহবান জানান। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমাদের সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। যদি কেহ কোন প্রকার আচরণ বিধি লঙ্গন করেন তাদের বিরোদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করেন।
Leave a Reply