অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ অভিবাসীদের আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর অভিযান আজ রবিবার থেকে জোরালো করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি অভিবাসন আদালতের রায়ে নিজ দেশে ফিরে যাওয়ার আদেশ পেয়েও দশটি শহরে থেকে যাওয়া অভিবাসীরা এই অভিযানের টার্গেট হবে। খবর এএফপির।
গত মাসে এক টুইট বার্তায় এই অভিযানের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তখন তা গতি পায়নি। তবে ঢাক ঢোল পিটিয়ে এবারের অভিযান শুরু করতে যাচ্ছে তার প্রশাসন।
ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, এসব মানুষ অবৈধভাবে এই দেশে ঢুকেছে। তবে আমরা বৈধভাবে তাদের বের করে দেবো। তার দাবি, এভাবে তার প্রশাসন মূলত অপরাধীদের তাড়িয়ে দিচ্ছে।
অবৈধভাবে থাকতে চাওয়া অভিবাসীদের বিরুদ্ধে মার্কিন পুলিশ প্রায়শই অভিযান চালিয়ে থাকে। তবে এসব অভিযান হয় গোপনে ও আকস্মিক। কিন্তু এবার আগেভাগে অভিযানের কথা প্রকাশ হয়ে যাওয়ার পরেও তদের ধরতে সমস্যা হবে না বলে মন্তব্য তার।
সুত্রঃ ইত্তেফাক
Leave a Reply