নিজস্ব প্রতিনিধিঃ চুনারুঘাটে স্কুল ছাত্রী অপহরণ মামলার পলাতক আসামী সোহাগ মিয়া (১৭) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। শনিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার উল্লেখিত সময়ে চুনারুঘাট থানার এসআই আল-আমিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ নতুন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামী সোহাগ মিয়াকে গ্রেফতার করে। আটককৃত আসামী সোহাগ মিয়া উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের কামাল মিয়ার পুত্র। পরে ওই দিন দুপুরেই তাকে কারাগারে প্রেরণ করা হয়। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২৯ মে রাত সাড়ে ৮টায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের ইয়াছিন মিয়ার কন্যা অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুমি আক্তার (১৩)কে তার নিজ বাড়ি থেকে অপহরণ করে একই উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের সোহাগ মিয়া।
এ ঘটনায় গত ২৬ জুন অপহৃতার পিতা ইয়াছিন মিয়া বাদী হয়ে সোহাগ মিয়া ও তার পিতা কামাল মিয়াকে আসামী করে চুনারুঘাট থানায় একটি অপহরণ মামলা করেন। এ প্রেক্ষিতে থানার এসআই আল-আামিন অভিযান চালিয়ে গত ২৯ জুন দুপুরে সোহাগের বাড়ি থেকে স্কুল ছাত্রী সুমি আক্তারকে উদ্ধার করে তার পিতার জিম্মায় দেন। পরে ভিকটিম উদ্ধারের ১২ দিন পর অপহরণকারী সোহাগকে গ্রেফতার করে পুলিশ।
Leave a Reply