শেখ মোঃ হারুনুর রশিদ চুনারুঘাট।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের হাকাজোড়া এলাকায় দিন দুপুরে ছাগল চোরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে জেলা চোর চক্রের চার সদস্য।১২ জুলাই শুক্রবার বেলা ১১ টায় রাণীগাঁও গ্রীণল্যান্ড পার্কে যাওয়ার আগে হাকাজোড়া গ্রামের রাস্তার মোড় থেকে মাঠে ছড়ানো দুটি ছাগল চোরেরা চোরি করে সিএনজি অটোরিকশায় উঠানোর সময় প্বার্শবর্তী ইসলামপুর গ্রামের কাউছার মিয়া দেখে শোরচিৎকার শুরু করে।এবং রাণীগাঁও বাজারের একজনকে ফোন দিয়ে বিষয়টি অবগত করলে সিএনজি বাজারে গিয়ে পৌঁছামাত্র বাজারবাসী গাড়িটির গতিরোধ করে চোরদের ধরে উত্তম মধ্যম দিয়ে স্থানীয় ইউনিয়ন অফিসে সোপর্দ করে।খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই শেখ আলী আজহার সঙ্গীয়পোর্স নিয়ে ইউনিয়ন অফিস থেকে চোরদের উদ্ধার করে থানায় নিয়ে যান।এ ব্যাপারে ছাগল দুটির মালিক উত্তর রাণীগাঁও গ্রামের আজগর আলী(৩০)বাদী হয়ে চুনারুঘাট থানায় ছাগল চোরির একটি মামলা দায়ের করেন।মামলায় আসামী করা হয় ১। হবিগঞ্জ পৌর শহরের প্বার্শ্ববর্তী কামড়া পাড়ার মৃত মোজাম্মেলে হোসেনের ছেলে বোরহান উদ্দিন আজিম(২৪),২।ভাদৈ গ্রামের আদু মিয়ার ছেলে ইদু মিয়া(২১),৩।উমেদনগরের মৃত আলী আহমেদের ছেলে সোহাগ আহমেদ,৪। বহুলা গ্রামের নূর আলীর ছেলে(সিএনজি ড্রাইভার) রিপন মিয়া,(৩০)।মামলায় দুটি ছাগলের মুল্য ১৮ হাজার টাকা উল্লেখ রয়েছে।এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ নাজমুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply