শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

চা-শ্রমিক হত্যাকারীদের ফাঁসির দাবীতে সড়ক অবরোধ করে শ্রমিকের বিক্ষোভ

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৩৬১ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গিলানী চা বাগানের নৈশপ্রহরী অমর তাঁতী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চা শ্রমিকরা। সোমবার (৮জুলাই ) সকালে প্রথমে চুনারুঘাট থানা চত্বর পরে উপজেলা পরিষদ এলাকার রাস্তা অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পালন করেন হাজার হাজার চা শ্রমিক নারী পুরুষ । এ সময় বন্ধ হয়ে যায় সড়কে যানবাহন চলাচল। দুইপাশে দেখা দেয় যানবাহনের দীর্ঘ লাইন। এসময় চা শ্রমিকরা হত্যাকারীদের ফাঁসির দাবীতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলা চত্তর। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ও ওসি(তদন্ত) আলী আশরাফ, ঘটনার স্থলে ছুটে যান, সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে তাদের দেয়া প্রতিশ্রুতি মেনে নিলে অবরোধ তুলে নেয় উত্তেজিত শ্রমিকরা।

উল্লেখ্য, গত ২০ জুন রাতে গিলানী চা বাগানের নৈশপ্রহরী অমর তাতীকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহত অমর তাঁতীর ছেলে প্রদীপ তাতী বাদী হয়ে চুনারুঘাট থানায় গাজীপুর গ্রামের মোঃ কবির মিয়া ও জামাল মিয়া নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আওয়াল মিয়া ও মালতী নামের এক মহিলাকে গ্রেফতার করে। কিন্তু কবির মিয়া ও জামাল মিয়া ধরাছোয়ার বাহিরে রয়ে গেছে। এতে ক্ষোভ দেখা দেয় চা – শ্রমিকদের মাঝে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com