শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

চুনারুঘাট মুক্তিযোদ্ধা সংসদ ভবন দখল মুক্ত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৩৪২ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয় অমুক্তিযোদ্ধাদের দখল থেকে মুক্ত করা হয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধাদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও প্রশাসক এ উদ্যোগ নেন। ফলে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে স্বস্তি ফিরে আসে। স্থানীয় মুক্তিযোদ্ধা সূত্রে প্রকাশ ২০১৭ সালের জুলাই মাসে সরকার সারাদেশে প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা ও উপজেলা কেন্দ্রসহ সকল মুক্তিযোদ্ধাদের কমিটি বাতিল করেন। উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা বিষয়ক সচিব প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অমুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ নিজ ক্ষমতা বলে চুনারুঘাট উপজেলা সংসদ ভবনটি দখলে রাখেন এবং সাধারন মুক্তিযোদ্ধাদের বিভিন্ন প্রলোভব দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেন। এতে চরম ক্ষোভ তৈরি হয় মুক্তিযোদ্ধাদের মাঝে। মুক্তিযোদ্ধাদের আবেদনের প্রেক্ষিতে গত ১লা জুলাই চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল ভবনটি দখলমুক্ত করেন। অপরদিকে বিগত ৪ বছর যাবৎ এই ভবনের ৪টি কক্ষের জামানত ১৬লাখ ও প্রতিমাসের ২১ হাজার টাকা ভাড়া উত্তোলনেরও হিসাব নাই। এ নিয়ে মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধাদের মাঝে রশি টানাটানি। মুক্তিযোদ্ধাদের দাবি উপজেলা প্রশাসন ও প্রশাসক যেন সাধারন মুক্তিযোদ্ধাদের ভবনের হিসাবটি যেন তদন্তপূর্বক বের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com