মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে খুন করে টমটম ছিনতাইয়ের ঘটনায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড শায়েস্তাগঞ্জে বাইসাইকেলের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল চালক নিহত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মাধবপুরবাসী শায়েস্তাগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার প্রচারণা সভায় সিভিল সার্জন নুরুল হক ॥ হবিগঞ্জ জেলায় ১ লাখ ১৯ হাজার ৯৯৬ কিশোরীকে দেয়া হবে এইচপিভি টিকা ॥ টিকা পাবেন ১০ থেকে ১৪ বছর বয়সীরা হবিগঞ্জে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম হবিগঞ্জে ধানক্ষেত থেকে মাথা বিচ্ছিন্ন চা শ্রমিকের লাশ উদ্ধার পূজা মন্ডপ পরিদর্শনকালে এনামুল হক সেলিম ॥ হবিগঞ্জ জেলায় কোন সংখ্যা লঘু বা সংখ্যাগুরু নাই, সকলেই আমরা বাংলাদেশী হবিগঞ্জের ৬৪৩ মণ্ডপে দূর্গোৎসব শুরু মাধবপুরে কাভার্ড ভ্যান থেকে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

চুনারুঘাট কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট’ পৌর কার্যক্রম ব্যাহত হওয়ায় ভোগান্তি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৩১৬ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রাপ্তির দাবিতে পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি পালন করায় চুনারুঘাট পৌরসভার সব কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়,চুনারুঘাট পৌরসভা যথারীতি খোলা থাকলেও কর্মকর্তারা না থাকায় দপ্তরগুলোর কার্যক্রম বন্ধ রয়েছে। পৌরসভার সব কর্যক্রম ব্যাহত হচ্ছে।

পৌর এলাকার সেবা নিতে আসা লোকজন এসে সেবা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজ সোমবার ১জুলাই সকাল ৯টা থেকে পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীররা বেতনভাতা পেনশনসহ অন্যান্য সব সুবিধা সরকারি কোষাগার থেকে প্রাপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে।

এ কারণে চুনারুঘাট পৌরসভার সব কার্যক্রম বন্ধ থাকায় পৌর এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। পৌর এলাকার শিপন, ও কলেজ পড়ুয়া সানজিদা আক্তার জানান, নাগরিক সনদপত্র অতি জরুরিভাবে প্রয়োজন হওয়ায় পৌরসভায় এসে দেখি পৌর কর্মকর্তারা নেই, সব কার্যক্রম বন্ধ সে কারণে আমাদের ফিরে যেতে হচ্ছে। এতে আমাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে।

এ দিকে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দর সঙ্গে কথা হলে তারা জানান, আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে সব পৌর কর্মকর্তা-কর্মচারী অবস্থান ধর্মঘট পালন করছি।

আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এ আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ না আমাদের দাবি মেনে নেয়া হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাব। এছাড়া তারা আরও জানান আগামীকাল ২জুলাই হবিগঞ্জ জেলা সদরে সবকটি পৌরসভা একযোগে মানব বন্ধন কর্মসূচী পালন করবে।

অপরদিকে চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু বলেন, কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কর্মস্থলে না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। সে কারণে মানুষ ভোগান্তিতে পড়েছে। তবে খুব শিগগির কর্মকর্তা-কর্মচারীদের এই যৌক্তিক দাবি সরকার মেনে নিবে এবং তারা তাদের কর্মস্থলে ফিরে আসবে এ সমস্যা সমাধান হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com