ডেস্ক রিপোর্টঃ সরকারি সফরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে চীন যাচ্ছেন বাংলাদেশ আওয়মী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এ সফরকালে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের গ্রীষ্মকালীন বৈঠকেও যোগ দেবেন তিনি।
সোমবার বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৭২০ বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে একই ফ্লাইটে চীন যাচ্ছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
এক বার্তায় বদর উদ্দিন আহমদ কামরান পূণ্যভূমি সিলেটের সকল সম্মানিত নাগরিকবৃন্দসহ সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
চীন সফর শেষে প্রধানমন্ত্রী আগামী ৬ জুলাই দেশে ফিরবেন। এ সফরকালে চীনের দালিয়ানে আগামী ১-৩ জুলাই বিশ্ব অর্থনৈতিক ফোরাম এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে যোগদানসহ দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও উভয় দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।
Leave a Reply