বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

শহরের শায়েস্তানগর-পইল রোড এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০১৯
  • ৩১৮ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর-পইল রোড এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামছুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন রুবেল, এসিল্যান্ড মাসুদ রানা, ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা। ইউএনও সাখাওয়াত হোসেন রুবেল বলেন, এক শ্রেণির আসাধু ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ড্রেন, খাল ও পুরাতন খোয়াই নদীর ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ভোগ দখল করছিল। ফলে সামান্য বৃষ্টিতেই শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। তাই জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের নির্দেশে শহর দখল মুক্ত করার জন্য এ অভিযান চালানো হয়।
অভিযানকালে শায়েস্তানগর তেমুনিয়া থেকে পইল রোডের দুই পাশে শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। তিনি আরও জানান, এ অভিযান নিয়মিত ভাবে চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com