হবিগঞ্জ সংবাদদাতাঃ ঘনিয়ে আসছে মেয়র পদে হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন। ইতিমধ্যেই আঁটঘাট বেঁধে মাঠে নেমেছেন প্রার্থীরা। চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫ জন প্রার্থী। এর মাঝে বিএনপির একজন ছাড়া বাকি ৪ জনই আওয়ামী লীগ নেতা। গতকাল সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আওয়ামী লীগ দলীয় প্রার্থী মিজানুর রহমান মিজান (নৌকা), জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান (জগ), পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু (নারিকেল গাছ), জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মর্তুজ আলী (চামচ) এবং বিএনপি নেতা এম. ইসলাম তরফদার তনুকে (মোবাইল ফোন) প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্ণিং কর্মকর্তা। এর আগে রোববার প্রার্থীতা প্রত্যাহার করেন পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ তারেক উদ্দিন সুমন ও স্বতন্ত্র প্রার্থী গাজী পারভেজ হাসান। এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার সাথে সাথেই প্রার্থীরা বিভিন্ন এলাকায় মাইকিংযোগে প্রচারণা শুরু করেছেন। উল্লেখ্য, আগামী ২৪ জুন হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ৪৭ হাজার পৌর নাগরিক
Leave a Reply