নুর উদ্দিন সুমন॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার থেকে নারী ছিনতাইকারীসহ চক্রের ৮ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোনসহ স্বর্ণলংকার উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে ডিবি এসআই ইকবাল বাহার ও এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো-নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আছকির মিয়া স্ত্রী রাবিয়া বেগম (৩৫), একই গ্রামের কামাল মিয়ার স্ত্রী দিলারা খাতুন (৩৫), ইসকান্দর সিয়ার ছেলে শাহীন মিয়া (২৬),জিতু মিয়ার কন্যা লাইজু আক্তার (২৭) শক্কদর মিয়া ছেলে শুক্কুর মিয়া (৪৫), নাসির মিয়া (২৭), বানিয়াচঙ্গ উপজেলার আগুয়া গ্রামের সালামত মিয়া ছেলে আজিজুল মিয়া (৩৫) ও আজিমুল, মাধবপুরের বাঘাসুরা গ্রামের আছকির মিয়া (৩৫)। পুলিশ সূত্র জানায়, আটককৃত দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে যাচ্ছিল। ঈদ উপলক্ষে ছিনতাইকারীদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন লোকজনের মোবাইলসহ স্বর্ণলংকার নিয়ে গেছে। এ অভিযোগে পুলিশ ঘাটিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে আটক করে। আটকৃতদের কাছ থেকে ১৯টি মোবাইল ফোন, ২টি স্বর্ণের কানের দোল উদ্ধার করে পুলিশ।
Leave a Reply