নুর উদ্দিন সুমন।। চুনারুঘাটে কৃষকের বাড়ি গিয়ে ধান ক্রয় করছেন উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল। গতকাল সোমবার উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নে এক কৃষকের বাড়িতে গিয়ে ধানের বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষার মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল হোসেন, খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেনু গোপাল দাস, উপজেলা কৃষকলীগ সেক্রেটারি মুজিবুর রহমান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন ইকবাল বলেন-প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়েছেন কৃষক যেন সরাসরি তার ধান বিক্রি করে ক্রয় মূল্যের টাকাটা তার হাতে পায়। মাঝখানে কোন লোক যেন এটার বিনিফিট না নিতে পারে এটা হচ্ছে সরকারের উদ্দেশ্যে। সেটা নিশ্চিত করতে গিয়ে যা যা করা দরকার তা করতে হবে। কে পছন্দের লোক কে অপছন্দের লোক এখানে এটা দেখার কোন সুযোগ নেই। দ্রুত সময়ের মধ্যে কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। প্রসঙ্গ, সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। তাই প্রকৃত কৃষকদের বাছাই করে তাদের কাছ থেকে প্রতিটি ইউনিয়ন থেকে ধান কেনা হবে। কোনো ভাবেই কোনো সিন্ডিকেট ধান দিতে পারবে না। বেশি সংখ্যক কৃষক যাতে ধান বিক্রি করতে পারে সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।
Leave a Reply