শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মে, ২০১৯
  • ৩৩৯ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৬মে) বৃহস্পতিবার পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএমপিপিএম এর সভাপতিত্বে অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সংদস সদস্য গাজী শাহনেওয়াজ মিলাদ, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্তি পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মোহাম্মদ নাজিম উদ্দিন, বাহুবল থানার ওসি মোঃ মাসুক আলী, চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান, সদর থানার ওসি সহিদুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, বাহুবল উপজেলা চেয়ারম্যান, সৈয়দ খলিলুর রহমান, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, জেলা মুক্তিযুদ্ধা ইউনিট কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান, ডাঃ জমির আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শাহ ফখরুজ্জামান, অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাস সাগর, হবিগঞ্জ সাংবাদিক ফোরাম এর সভাপতি শাকিল চৌধুরী, জিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ নূর উদ্দিন প্রমূখ । ইফতার মাহফিলে সরকারী কর্মকর্তা, বিচারক, আইনজীবি, সাংবাদিক, ব্যবসায়ী, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন্স মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com