নিজস্ব প্রতিনিধিঃ বানিয়াচঙ্গে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠান । আর এতে করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বড় বাজারের সাবরেজিস্ট্রার অফিস এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় প্রায় ঘন্টাখানেক চেষ্ঠা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, হঠাৎ করে বড় বাজারের সাবরেজিস্ট্রি অফিস এলাকায় আগুণ দেখতে পান স্থানীয়রা। পরে মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শীখা চার পাশে ছড়িয়ে পড়ে। আগুণে বান্নী ক্লথ স্টোর, কলি ফুড এন্ড চিকেন ফিডস, মিলাদ ভেরাইটিজ স্টোর এবং কুহিন মিয়ার ভেরাইটিজ স্টোর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পাশর্^বর্তী একটি মসজিদের বেশকিছু আসবাবপত্রও পুড়ে যায়।
বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ রাকিব হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আগুণে প্রায় ৩০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
Leave a Reply