শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

কৃষক বাঁচাও বাঁচবে দেশ- এডভোকেট মাহবুব আলী

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৩৫৬ বার পঠিত

আজিজুল হক নাসির, চুনারুঘাট।। বাংলাদেশ আ.লীগ সরকার একটি কৃষিবান্ধব সরকার। এ দেশের কৃষকদের কৃষিকাজে সুবিধার জন্য সরকারের পক্ষ থেকে কৃষকের কল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। বিনামূল্যে সার, বীজ বিতরণ ও আর্থিক সহায়তাসহ সরকার কৃষক বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, কৃষক বাঁচলে এ দেশ বাঁচবে।গতকাল রবিাবর দুপুর ১২টায় চুনারুঘাট উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পক্ষ থেকে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে কালে এ কথা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল এর সভাপতিত্বে ও চুনারুঘাট উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ সাইদুল হকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মাহলদার, সহকারি কমিশনার (ভূমি) স. ম আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, উপজেলা এলজিইডি কর্মকর্তা মিশুক দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এস আকবর হোসেন জিতু,পাইকপাড়া ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান শামীম, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন আহম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা তাতীলীগের সভাপতি কবির খন্দকার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, চুনারুঘাট উপজেলা উপ- সহকারী কৃষি অফিসার আনোয়ার হোসেন, সৌরভ কবির, সহ এলাকার বেশ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপজেলার ৪ হাজার ৮শ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com