মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে লস্করপুর বাগানে নাম সংকীর্তন শুরু চুনারুঘাটে মাদকের বিরুদ্ধে ওসি রাশেদুলের অ্যাকশন শুরু: ৪৪ কেজি গাঁজা উদ্ধার আটক ২ চুনারুঘাটে আর্থপিডিয়া গ্লোবালের আয়োজনে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে সেমিনার চুনারুঘাটে দৈনিক আমার সংবাদের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বানিয়াচংয়ে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার সিলেটের নতুন ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানের যোগদান যথাযোগ্য মর্যাদায় চুনারুঘাটে মহান ২১ শে ফেব্রুয়ারি পালন শহীদ মিনারে চুনারুঘাট থানা পুলিশের শ্রদ্ধাঞ্জলি কালেঙ্গায় এলডিএফ’র চেক হস্তান্তর, উন্নয়ন কাজের উদ্বোধন মিরপুরে ৪ ইটভাটা মালিককে ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড

চুনারুঘাট হাসপাতালে স্যালাইন লাগানো এক তরুণীর ফেইসবুক আসক্তি

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ৩০৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন  ॥ ফেসবুক আমাদের জীবনের বড় একটি সময় কেড়ে নিচ্ছে। বিশ্বজুড়ে মানুষ গড়ে প্রায় ১ ঘণ্টার বেশি সময় ব্যয় করছে প্রতিদিন ফেসবুক স্ট্যাটাস আপডেট, ছবি আপলোড, চ্যাটিং বা হোমপেজ ব্রাউজিং করতে। আর টিনএজরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশি জড়িয়ে পড়ছে। নাওয়া-খাওয়া, ঘুমের চেয়ে বেশি সময় ব্যয় করা হচ্ছে ফেসবুক। বাসা-বাড়ি, অফিস-আদালত, স্কুল-কলেজ, বাস-ট্রেনসহ রাস্তা পার হতে গিয়ে, এবার হাসপাতালেও ফেসবুকের নীল জগতের আসক্তি ছাড়তে পারছে না তরুণ তরুণীরা। সম্প্রতি (১২এপ্রিল শুক্রবার) বিকেল ৩টায় চুনারুঘাট হাসপাতালে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে এসে হাসপাতালের বেডে স্যালাইন লাগানো অবস্থায় জনৈক তরুণী  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মেসেঞ্জারে চেটিংএ মগ্ন। বর্তমান জরিপে জানা গেছে, বয়স্কদের তুলনায় তরুণ তরুণীদের এ নেশা বেশি। গবেষকরা বলছেন প্রতি দুইজন তরুণদের মধ্যে একজন এ নেশায় আক্রান্ত। অনেক ব্যবহারকারীরা শোবার আগে শেষ কাজ হিসেবে স্মার্টফোন ব্যবহার করে থাকেন। অনেকে আবার ঘুম থেকে উঠেই সবার আগে ফোন চেক করেন। শুধু তাই নয়, অনেকে রাতে কোন কারণে ঘুম থেকে উঠলেও ফোন ব্যবহার করে থাকেন। অফিসিয়াল গুরুত্বপূর্ণ মিটিং বা সামাজিক কোন অনুষ্ঠানে বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারী কাজ বা আড্ডার পরিবর্তে স্মার্টফোনে সোশ্যাল সাইট বা ইমেইল চেক করে থাকেন অনেকে। অনেকে তো আবার রাস্তা পার হওয়ার সময় বা টয়লেটে গিয়েও কিছুতেই চোখ সরাতে পারেন না মোবাইলের স্ক্রিন থেকে। এদিকে হাসপাতালে ভর্তি ঐ তরুণী জানান, হাসপাতালে আমি একা শুয়ে আছি নিজেকে ভিষণ একা লাগছিলো, তাই অবসর সময়ে আমি অসুস্থতার খবর বান্দবীদেরকে লিখছিলাম। ফেসবুক নেশা সম্পর্কে চুনারুঘাট হাসপাতালের আরএমও মোমিন উদ্দিন চৌধুরী বলেন, ‘ফেসবুক আসক্তি এখন একটা নেশা। এটি ‘ডিজিটাল কোকেন’ অ্যাডিকশনের মতো হয়ে গেছে। আজকাল তরুণ প্রজন্ম একবার ফেসবুকের মধ্যে ঢুকলে আর বের হতে চায় না। তরুণ প্রজন্মের মধ্যে হতাশা থেকে শুরু করে ঘুম কম হওয়াসহ নানা অসুস্থতার জন্যও একে দায়ী করা হচ্ছে। কাজেই ফেসবুক ব্যবহারে প্রয়োজন সচেতনতা। আর শিশু কিংবা উঠতি বয়সীদের ফেসবুক ব্যবহারে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা। এ অবস্থা থেকে উত্তরণে সামাজিক বিপ্লব প্রয়োজন। ফেসবুককে ভালো কাজে ব্যবহার করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com