বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ ॥ বখাটেদের গ্রেফতারের দাবীতে মহাসড়ক অবরোধ হবিগঞ্জে বিপন্ন প্রজাতির ৩টি তক্ষক অবমুক্ত করল বনবিভাগ হবিগঞ্জ শহরের শংকরের মুখে ব্যবসায়ীকে পিটিয়ে আহত চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা সিরাজুল আটক চুনারুঘাটে গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবসায়ী আটক ব্যারিস্টার সুমন মিরপুর থেকে গ্রেফতার ॥ ৫ দিনের রিমান্ডে চুনারুঘাটে খুন করে টমটম ছিনতাইয়ের ঘটনায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড শায়েস্তাগঞ্জে বাইসাইকেলের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল চালক নিহত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মাধবপুরবাসী শায়েস্তাগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

পুলিশকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে-অতিরিক্ত আইজিপি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৩৭৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। পুলিশকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এডমিন) এন্ড অপস্) মোখলেসুর রহমান। তিনি বলেন-দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বলিষ্ট ভূমিকা রাখছেন। ইতিমধ্যে জঙ্গি দমনে পুলিশ সক্ষম হয়েছে। জাতীয় ও স্থানীয় নির্বাচন শান্তিপূর্ণ সম্পন্ন করার জন্য পুলিশ আন্তরিক কাজ করছে। কিছু পুলিশ সদস্যদের অপকর্মের দায় পুরো বাহিনী নিতে পারে না। যে অপরাধ করবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। অপরাধ দায় শুধুই তার, বাহিনীর নয়। সোমবার হবিগঞ্জ পুলিশ লাইন্স পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন-পুলিশ অপরাধ দমনে শুধু কাজ করবে তা নয়, পুলিশকে ক্রীড়া, সাংস্কৃতিকসহ সর্বক্ষেত্রেই অবদান রাখতে হবে। খেলাধুলার মাধ্যমে মানুষের মন-মানুষিকতার বিকাশের পাশাপাশি সকল ধরণের অপরাধ থেকে দুরে রাখে। তাই পুলিশকে খেলাধুলার প্রতি সাধারণ মানুষকে উদ্ভদ্ধ করতে হবে। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম) এর সভাপতিত্বে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান বিপিএম (বার), সিলেট মট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ গোলাম কিবরিয়া, অতিরিক্তি ডিআইজি জয়দেব কুমার ভদ্র, সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান, মৌলভীবাজারের পুলিশ সুপার শাহজালাল, অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোঃ জাকারিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর অতিরিক্তি পুলিশ সুপার মিয়া কুতুবুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্তি পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমা, বাহুবল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ,হবিগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিংয়ে জেলা সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, কমিউনিটিং পুলিশিংয়ের জেলা সহ-সভাপতি শংকর পাল, বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, অনুষ্ঠানের শুরুতে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত আইজিপি (এডমিন) এন্ড অপস্) মোখলেসুর রহমান গার্ড অব অনার প্রদান করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত আইজিপি (এডমিন) এন্ড অপস্)। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান আমন্ত্রিত অতিথিদের সাথে গান উপভোগ করেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোঃ আমজাদ হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন পুরিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের সহধর্মীনি মেহেনাজ আক্তার আমীন ও মেয়ে ফাতিহা তাসনিম হক, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচঙ্গ সার্কেল) শৈলেন চাকমার সহধর্মীনি অ্যামি চাকমা, প্রাণকৃষ্ণ, শামীম আহমেদ, মিন্ঠুন রায় প্রমূখ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে মনিপুরীদের নাচ পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com