নিজস্ব প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।গতকাল শনিবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়েছে। জানাযায়, উল্লেখিত সময় নরসিংদী জেলার মাধবদী থেকে ছেড়ে আসা সাফি পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো- জ-১৪-২৬৫৭) সিলেট মাজার জিয়ারতে যাওয়ার পথিমধ্যে মহাসড়কের আউশকান্দি এলাকায় পৌছামাত্রই নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের মহিলা শিশুসহ ২৫ জন আহত হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেঁ আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। আহতের মধ্যে মকবুল হোসেন (২৫), সখিনা বিবি (৬০), রিপন মিয়া (৩০), সালমা (৩০), রিপা (১৪), কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি কামরুল ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনায় কবলিত বাসটি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে।
Leave a Reply