নিজস্ব প্রতিনিধি: বানিয়াচঙ্গে ইউপি মেম্বার ময়না মিয়া হত্যা মামলার এজহারভূক্ত আসামী মাহমুদ মিয়া (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৫ মার্চ মামলার তদন্তকারী অফিসার এসআই আমিনুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। সে দক্ষিণ যাত্রাপাশা গ্রামের গরীব উল্লার ছেলে। এ বিষয়ে মামলার তদন্তকারী অফিসার এসআই আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ময়না মিয়া হত্যাকান্ডের ঘটনায় বেশ কিছু বিষয়কে সামনে রেখে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনি কিছু বলা যাচ্ছে না, বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান। উল্লেখ্য, গত ২২মার্চ রাত সাড়ে ৮ টার দিকে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত মেম্বার ময়না মিয়া (৬৫) কে কুপিয়ে হত্যা করে দৃর্বৃত্তরা। দক্ষিণ যাত্রাপাশার বড়বাড়ি সংলগ্ন নিহতের বাড়ির রাস্তার পাশে এ ঘটনা ঘটে। এ হত্যাকান্ডের ঘটনায় ময়না মিয়ার ছেলে বাবলু মিয়া বাদী হয়ে মন্নানকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৬/৭জন উল্লেখ করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তবার দেয়া হয়েছে বানিয়াচং থানার এসআই আমিনুল ইসলামকে।
Leave a Reply