বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

চুনারুঘাট নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে নৌকা মার্কা চেয়ার উপহার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৪১৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। প্রিয় মানুষকে ভালোবেসে মানুষ কত কিছুই না উপহার দেয়। আর সেই প্রিয় মানুষটি যদি হয় উপজেলার অভিভাবক তাহলে তো উপহারটা হওয়া চাই নিখুঁত ও পরিপাটি। প্রিয় নেতা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক সহ সভাপতি ও ২য়বারের মতো নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করকে উপহার দিতে দীর্ঘদিন ধরে একটি চেয়ার তৈরি করেছেন রানিগাও ইউনিয়নের নৌকার সমর্থক ৩ যুবক। তৈরি করা চেয়ারটির ওজন প্রায় ২মন হবে । জানা গেছে, চুনারুঘাট উপজেলার রানিগাও গ্রামের মোঃ সবুজ মিয়া,এংরাজ মিয়া ও আল আমিন তাদের নিজ অর্থায়নে চেয়ারটি বানানো হয়। তারা বলেন বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত করার পর থেকেই আমরা নৌকা বানিয়ে উপহার দেয়ার সিদ্ধান্ত নেই। আর তাদের অদম্য ইচ্ছা শক্তির বলে নিজেদের চরম দারিদ্রতার মাঝেও মনোনয়ন ঘোষনার পর থেকে শুরু করেন চেয়ার তৈরির কাজ। উপজেলা চেয়ারম্যানকে উপহার আস্তে আস্তে সময় নিয়ে তৈরি করেন সাড়ে ৪ফুট উচ্চতা ও তিন ফুট ৪ ইঞ্চি প্রস্তের দৃষ্টিনন্দন একটি চেয়ার। চেয়ারের মধ্য দেয়া হয়েছে আওয়ামী লীগের প্রতীক নৌকা। এ ছাড়াও বিভিন্ন জাতের ফুলের কারুকাজসহ অসংখ্য ডিজাইন। এদিকে দীর্ঘদিন পর চেয়ারের কাজ সম্পন্ন হওয়ার পর গতকাল চেয়ারম্যানের বাসভবনে চেয়ারম্যানকে উপহার দেন তিন যুবক ।এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, কাউন্সিলর মর্তুজ আলী, জাতিসংঘ নিবেদিত সংগঠন ‘ইভোল্যুশন ৩৬০’ সংস্থার সিলেট বিভাগের পরিচালক ও আলহাজ্ব জিল্লুর কাদির লস্কের পত্নী সৈয়দা নাজনীন আহমেদ সিলভী, তিনি বলেন অনেক প্রতিভাবান মানুষ রয়েছেন যারা প্রায়ই তাদের মেধা ও মননের পরিচয় দিয়ে থাকেন। এছাড়াও চেয়ারটির সৌন্দর্য দেখে অনেকই তিন যুবককে ধন্যবাদ জানান। এবিষয়ে চেয়ারম্যান কন্যা এনি লস্কর জানান, ইচ্ছা ছিল তাঁর পিতা যেন নির্বাচনে জয়ী হন। কাঙ্খিত জয় পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে ভোট দিয়ে জয়ী করায় তৃণমূল ভোটারের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমার পিতার সাথে থেকে জনগণের সেবা করতে সকলের সহযোগীতা চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com