শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

চুনারুঘাটে জেলা পুলিশ কর্তৃক কাবাডি প্রতিযোগিতার সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৩০৬ বার পঠিত

নুর উদ্দিন সুমনঃ- হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার আজ ৪র্থ দিন রবিবার বিকাল ৩টায় কাবাডি খেলায় অংশগ্রহণ করে চুনারুঘাট পৌরসভা বনাম গাজীপুর ইউপি, মিরাশী ইউপি বনাম আহম্মদাবাদ ইউপি। উক্ত খেলায় চুনারুঘাট পৌরসভা ৪৭ পয়েন্ট এবং গাজীপুর ইউপি ১৯ পয়েন্ট লাভ করে, চুনারুঘাট পৌরসভা ২৮ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়ে ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়। মিরাশী ইউনিয়ন ৩৪ পয়েন্ট এবং আহম্মদাবাদ ৩৩ পয়েন্ট লাভ করে, মিরাশী ইউনিয়ন ১ পয়েন্ট বেশি পেয়ে বিজয়ী হয়ে ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়। চুনারুঘাট পৌরসভা ও ১০নং মিরাশী ইউনিয়নের মধ্যে আগামী ২৬ মার্চ উক্ত কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত কাবাডি প্রতিযোগিতায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ডিসিপি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুর রহমান, সহকারী আম্পায়ারের দায়িত্ব পালন করেন চুনারুঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও চুনারুঘাট খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ৪র্থ রেফারীর দায়িত্ব পালন করেন খেলোয়ার কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আকছির মিয়া ও জুনেদ মিয়া। কাবাডি খেলায় উপস্থিত ছিলেন- চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মো: আলী আশরাফ, সিনিয়র এস.আই অলক বড়–য়া, এস.আই শেখ আলী আজহান, এস.আই মহিন উদ্দিন, এস.আই হাবিবুর রহমান, ১নং গাজীপুর ইউপি’র সচিব মিজানুর রহমান, ১০নং মিরাশী ইউপি সাধন চন্দ্র আচার্য্য, চুনারুঘাট পৌরসভা অফিসের সচিব, মিরাশী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ডা: সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক মিয়া প্রমুখ। আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন উক্ত কাবাডি খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com