নুর উদ্দিন সুমন।।হবিগঞ্জের চুনারুঘাট দুই প্রভাবশালীর পালিত কুকুরের কামড়ে এক হতদরিদ্র মহিলার ২ ছাগলের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতদারিদ্র মহিলা বিচার ছেয়ে চুনারুঘাট থানায় অভিযোগ দিয়েছেন। এসময় ওই নারী ছাগলের পাশে বসে আহাজারী করতে দেখা গেছে। অসহায় দারিদ্র মহিলার বাড়ী উপজেলার ১নং গাজিপুর ইউনিয়নের আলী নগর গ্রামে ময়না মিয়ার মেয়ে মিনারা(৩৫)। ঘটনাটি ঘটেছে ১৯মার্চ বিকালে। ঘটনার পর ওই অসহায় নারী একই এলাকার পালিত কুুরের মালিক ২ প্রভাবশালী মরম ও মর্তুজ আলীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা যায়, ওই নারী তার স্বামী মারা যাওয়ার পর বাবার বাড়ি অবস্থান করে মানুষের বাড়ি কামকাজ করে সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। উল্ল্যখিত আসামীদের পালিত কুকুর, হাস মুরুগ ছাগল দেখলে কামড়াইয়া মেরে ফেলে। মরম আলী ও মর্তুজ আলীর পালিত কুকুরের কামড়ে এলাকার বেশ ক্ষতিসাধন হয়েছে। তাহারা কাহারো কোন কথায় কর্নপাত করেনা। এপর্যন্ত পরপর ২টি ছাগল মেরে ফেলে ওই নারীর । অসহায় নারী তাদেরকে অবগত করলে তাহারা ওলটো হুমকি প্রদান করে। নিরুপায় হয়ে নারী থানায় অভিযোগ দিয়েছেন। মিনারা খাতুন জানান, সংসারে স্বচ্ছলতা আনার লক্ষে ক্ষুদ্র ঋণ নিয়ে ছাগলগুলো পালন করছিলেন। কুকুরের কামড়ে ছাগলগুলোর মৃত্যু হওয়ায় তার প্রায় ১০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে।
Leave a Reply