প্রথম সেবা ডেস্কঃ আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৪ মার্চ) এ সংক্রান্ত গেজেট জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে উপ-সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগে দায়িত্ব পালন করছি। এখন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলাম। এজন্য প্রধানমন্ত্রীর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলে ও প্রধানমন্ত্রীর দফতরে একই সঙ্গে দায়িত্ব পালন করা অনেক বড় চ্যালেঞ্জ। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার জন্য সর্বদা সচেষ্ট থাকবো।’
প্রসঙ্গত, বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের গত সম্মেলনে দলের উপ-দফতর সম্পাদকের দায়িত্ব পান।
Leave a Reply