নাজিম উদ্দিন সুহাগ।। দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে অংশগ্রহন করায় হবিগঞ্জের ১০ নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। রবিবার বিএনপি’র কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত জাতীয় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হবিগঞ্জ জেলায় বহিস্কৃত নেতারা হলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান, এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, চুনারুঘাট উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খালেদুর রশীদ ঝলক, হবিগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল, মাধবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, বানিয়াচং উপজেলা মহিলা দলের আহ্বায়ক তানিয়া খানম, মাধবপুর উপজেলা মহিলা দলের আহ্বায়ক এডভোকেট সুফিয়া আক্তার হেলেন, বাহুবল উপজেলা মহিলা দলের আহ্বায়ক নাদিরা খানম ও লাখাই উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক তাউস আহমদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উল্লেখিতদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, সৈয়দ মোহাম্মদ শাহজাহান মাধবপুর উপজেলায়, এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন বানিয়াচং উপজেলায়, সৈয়দ লিয়াকত হাসান চুনারুঘাট উপজেলায় ও খালেদুর রশীদ ঝলক আজমিরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে, মাহবুবুর রহমান আউয়াল হবিগঞ্জ সদর উপজেলায়, আব্দুল আজিজ মাধবপুর উপজেলায় ও তাউস আহমেদ লাখাই উপজেলায় ভাইস-চেয়াম্যান পদে, এডভোকেট সুফিয়া আক্তার হেলেন মাধবপুর উপজেলায়, নাদিরা খানম বাহুবল উপজেলায় ও তানিয়া খানম বানিয়াচং উপজেলায় মহিলা ভাইস-চেয়াম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
Leave a Reply