হবিগঞ্জ সংবাদদাতাঃ অবুঝ দুই শিশুকে মায়ের কোলে ফিরিয়ে না দিতে পিতার নানান টালবাহানার পর অবশেষে দীর্ঘ ৬ মাস পর আদালতের নির্দেশে মায়ের কোলে ফিরল দুই শিশু। গতকাল বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীমের আদালত এ রায় দেন। পরে ওই শিশুদের তাদের মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন এডভোকেট প্রসেনজিৎ আচার্যী। তিনি জানান, প্রায় ৮ বছর পূর্বে মাধবপুর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত গৌরাঙ্গ সূত্রধরের পুত্র প্রণব সূত্র ধরের সাথে বিয়ে দেয়া হয় একই উপজেলার মৃত নিরুধ সূত্রধরের কন্যা শিপরা সূত্রধরের। বিয়ের পর তাদের সংসার কিছু দিন সুখে শান্তিতে থাকলেও সম্প্রতি পরিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্কের বিচ্ছেদ ঘটে। পরে তাদের দুই সন্তানকেই রেখে দেয় পিতা প্রণব সূত্রধর। বার বার গ্রাম্য শালিশের মাধ্যমে মা শিপরা সূত্রধর তার ছেলে ও মেয়ে কে তার কাছে নিয়ে আসার জন্য গেলে ওমা শিপরা ব্যর্থ হয়। অতঃপর নিরুপায় হয়ে প্রায় ৬ মাস পূর্বে আদালতের দারস্থ হন তিনি। এরই প্রেক্ষিতে শিশুদের কে আদালতে হাজির করতে নির্দেশ দেয়া হয়। গতকাল তাদেরকে আদালতে নিয়ে আসলে আদালত শিশুদের তার মায়ে কোলে ফিরিয়ে দেয়।
Leave a Reply