স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পোদ্দার বাড়ি উপজেলা পরিষদের গেইট থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ফয়সল খান ওরফে কামাল (৩৫) কে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রবিবার দুপুরে ডিবির ওসির নেতৃত্বে এসআই রিপন সিংহ ও এএসআই ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশ ওই এলাকা থেকে কামালকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশী করে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায় তার বিরুদ্ধে ডজন খানেক মামলা আছে। সে দীর্ঘদিন ধরে চেরাগ আলী ও কবিরকে নিয়ে মাদক বিক্রি করে আসছে। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।
Leave a Reply