স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ২৬৫ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: জাহিদুর রহমান, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ ছগীর, হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও জিপিএ-৪.৫ প্রাপ্ত ২৫২ জন ও বিশেষ বিবেচনায় ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির সাড়ে ১৪ লাখ টাকা প্রদান করা হয়।
Leave a Reply