শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

হত্যার ২৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২১ বার পঠিত

চেতনানাশক খাইয়ে হত্যার অভিযোগ

হত্যার ২৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

নুর উদ্দিন সুমন : মৌলভীবাজারের মাইক্রোচালক লোকমান মিয়া গাড়ি চালানোর ফাঁকে ভদ্র বিলাসী যাত্রীদেরকে চেতনানাশক খাইয়ে অচেতন করে সর্বস্ব লুট করে নেওয়াই ছিলো তার পেশা । পরে যাত্রীদের কাছ থেকে লুট করে নেওয়া সোনা গহনা তারা ভাগবাটোয়ারা করতো। এমনই সিলেটে কিশোরগঞ্জের এক যাত্রীকে চেতনানাশক খাইয়ে সবকিছু লুট করে হত্যা করে পালিয়ে লোকমান সহ তার লোকজন । পরে লোকমানের নামে সিলেট কোতোয়ালি থানায় মামলা হয়। এরপর পুলিশ সহ বিভিন্ন সংস্থা লোকমানকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন। কিন্তু অনেক চেষ্টা করেও গ্রেফতার করা যাচ্ছিল না লোকমানকে । অবশেষে দীর্ঘ ২৬ বছর পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান মিয়া (৪৮) কে ঢাকা থেকে গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর থানা পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) র‍্যাবের সহায়তায় মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মুখলেছুর রহমান লস্করের নেতৃত্বে একটি টিম রাজধানী ঢাকা সাভার নবীগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার লোকমান মিয়া মৌলভী বাজার জেলার সদর উপজেলার মোস্তফাপুর ইনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত মনাফ মিয়ার পুত্র। সে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আদালত কর্তৃক রায় ঘোষণার পর ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ ওসি কেএম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ১৯৯৭ সালে এক যাত্রীকে চেতনানাশক খাইয়ে হত্যা করে লোকমান সহ তার সহযোগীরা। এঘটনায় সিলেট কোতোয়ালি থানায় ১৯৯৭ সালের ২২ডিসেম্বর মামলা হয়। এরপর লোকমান এলাকা ছেড়ে গা ঢাকা দেয় । অবশেষে শেষ রক্ষা হয়নি। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে লোকমানকে সংশ্লিষ্ট কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com