রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

অটোরিকশাযোগে গাঁজা পাচারকালে যুবক গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৪৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাটে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ । অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যটারি চালিত অটোরিকশাও জব্দ করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন- উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল এলাকার মৃত জলিল মিয়ার ছেলে মো: বাহার মিয়া (২৫) । বৃহস্পতিবার (২০ জুলাই ) মাদক ব্যবসায়ীকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে ১৯ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার উপ- পরিদর্শক (এসআই ছদরুল আমীনের নেতৃত্বে এএসআই মহসিন ও এএসআই মনির সহ একদল পুলিশ উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামে অভিযান পরিচালনা করে বিশেষ চেকপোস্ট স্থাপন করে সেখানে গাড়ি তল্লাশি করা হয়। এসময় পুলিশের চেকপোস্টের দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে চালককে তা থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু সেটি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে মো. বাহার মিয়া (২৫) কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১টি প্লাস্টিক ব্যাগের ভিতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং অটোরিকশা জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করে সন্ধ্যা সাড়ে ৬ টায় এসআই ছদরুল আমীন জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদকদ্রব্য পাচার করছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com