রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:১৫ অপরাহ্ন

শুদ্ধাচার পুরস্কৃত হওয়ায় জেলার শ্রেষ্ট ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৪৯ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরস্কৃত হওয়ায় চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সিদ্ধার্থ ভৌমিককে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও উপজেলার সকল সরকারি কর্মকর্তা, উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী , জনপ্রতিনিধিবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ,সুশীল সমাজ। এ উপলক্ষে মঙ্গলবার (৪জুলাই) বিকেল ৩ টায় উপজেলার পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বারেন্দ্র রায়, পিআইও প্লাবন পাল,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক কুমার, উপজেলা প্রকৌশলী দীপক কুমার দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মনির হোসেন জমাদ্দার, উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম সুমন, ইউএনও অফিসের সিএ কৃষ্ণ কুমার সিংহ, সহকারী প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসাইন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন লিজন, লিটন মিয়া সহ আরো অনেকই। উল্লেখ্য ২০২২- ২০২৩ অর্থ বছরের জন্য হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০২২মোতাবেক শুদ্ধাচার ২০২২-২০২৩ পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান । জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ তথ্যমতে, – স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাষ্ট্রিয় প্রতিষ্ঠান ও সমাজে সু-শাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান, দক্ষতা এবং ই-ফাইলিং সহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক অর্জনের স্বীকৃতি স্বরুপ তিনি ‘শুদ্ধাচার পুরস্কার ২০২২- ২০২৩“লাভ করেন। উল্লেখ্য, ২০২১ সালের চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন সিদ্ধার্থ ভৌমিক । যোগদানের পর থেকে তিনি সুষ্ঠভাবে অফিস ব্যবস্থাপনা, সরকারের উন্নয়ন কর্মকান্ড সু-নিপুনভাবে ত্বরান্বিত করা, দুর্নীতি ও অনিয়মমুক্ত প্রশাসন ব্যবস্থা বজায় রাখা সহ সামাজিক অবক্ষয়ের কারণ চিন্থিত করে তাৎক্ষনিক তা দুরীকরণে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি নাগরিক সেবা প্রদানে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে আসছেন। শুদ্ধাচার পুরস্কার পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও সিদ্ধার্থ ভৌমিক বলেন, জেলা প্রশাসক স্যার এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনা মোতাবেক জনগণের মাঝে সরাসরি সেবা পৌঁছে দিতে চেষ্টা করে যাচ্ছি। তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলার সকল সরকারি কর্মকর্তা, উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী , জনপ্রতিনিধিবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজসহ সকলের সহযোগিতা পেয়েছি বলেই এ অর্জন সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com