স্থানীয় প্রতিনিধিঃ কর্মজীবনে অসীম সাহসীকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক পেয়েছেন চুনারুঘাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (পিআরএল) মোঃ আব্দুর রাজ্জাক। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গাজীপুর জেলার সফিপুর আনসার একাডেমীর জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুনারুঘাট আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাককে এ পদক প্রদান করেন। মোঃ আব্দুর রাজ্জাক হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের মরহুম আব্দুল মন্নাফের কনিষ্ঠ পুত্র। তিনি দীর্ঘ ৩৮ বৎসর আনসার ভিডিপিতে চাকুরী করে আসছেন। তিনি বর্তমানে অবসরজনিত ছুটি ভোগ করছেন এবং আগামী ১ সেপ্টেম্বর ২০১৯ হতে অবসরে চলে যাবেন। যে সমস্ত কাজের জন্য তিনি রাষ্ট্রপতি (সেবা) পদক প্রাপ্ত হয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল-নবীগঞ্জ উপজেলায় কর্মরত থাকাবস্থায় আদিত্যপুর আনসার ও ভিডিপি ক্লাবের ১০ শতক জমি কতিপয় ভূমিখেকোর হাত থেকে উদ্ধার করে সংগঠনের দখলে নিয়া আসেন, বানিয়াচং উপজেলায় কর্মরত থাকাবস্থায় উত্তর সাঙ্গর আনসার ও ভিডিপি ক্লাবের জমি দখল মুক্ত করে সংসদ সদস্য আব্দুল মজিদ খানের আর্থিক অনুদানের মাধ্যমে ক্লাবের সদস্যদের উদ্বুদ্ধ করে আর্থ-সামাজিক কাজে উৎসাহিত করেন, চুনারুঘাট উপজেলায় কর্মরত থাকাবস্থায় ২টি বাল্য বিবাহ রোধ করেন, চুনারুঘাট উপজেলায় আনসার ভিডিপি ক্লাবগুলোকে সচল করেন এবং উপজেলা আনসার ভিডিপি কার্যালয় সংস্কার ও মেরামত কাজে অগ্রণী ভূমিকা রাখেন, বরিশাল জেলার উজিরপুর উপজেলায় কর্মরত থাকাবস্থায় আটিপাড়া আনসার ও ভিডিপি ক্লাবে উন্নয়ন কর প্রদান করে ক্লাবটি সচল করে ক্লাবের আয়বর্ধনশীল প্রকল্প গ্রহণ করে ক্লাবের সদস্যদের উৎসাহিত করেন। সিলেট বিভাগের মধ্যে একমাত্র আব্দুর রাজ্জাকই প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক প্রাপ্ত হয়েছেন।
Leave a Reply