নুর উদ্দিন সুমন: যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে সারাদেশের ন্যায় চুনারুঘাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। (২১ ফেব্রুয়ারি) নানা কর্মসূচীর মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারের শহীদ বেদীতে প্রথমে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর নেতৃত্বে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আফিয়া আমিন পাপ্পা ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক মো: আনোয়ার আলী, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মো: রাশেদুল হক , ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোস্তফা , উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, টিএইচও ডা: মোজাম্মেল হক, কৃষি অফিসার মো: মায়িদুল ইসলাম, পিআইও প্লাবন পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, আবিদা খাতুন, পৌর মেয়র সাইফুল আলম রুবেল,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: নজরুল বাহার, সাধারণ সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের আহ্বায়ক মো: নাজমুল ইসলাম বকুল, যুগ্ম আহবায়ক মাজেদুল হোসাইন লুবন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব কান্তি দেব, সিএ কৃষ্ণ কুমার সিংহ,কামাল হোসেন সহ মুক্তিযোদ্ধাগণ, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী অংঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। পর্যায়ক্রমে রাজনৈতিক, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে সকাল ১০ টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকতা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। উপস্থিত ছিলেন, ওসি রাশেদুল হক চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটল, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন দপ্তরের কর্মকতাগণ। সভায় বক্তরা বলেন, অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে বাংলা ভাষা অর্জিত হয়েছে। তাই এর সর্বজনীন প্রয়োগ নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে। পাশাপাশি সবাইকে চলতি বাংলায় কথা বলার আহ্বান জানানো হয়।
Leave a Reply