বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

চুনারুঘাট থানার ওসির বিদায় ও নবাগত ওসির বরণ অনুষ্ঠান

বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯০ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আশরাফের বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদুল হকের সংবর্ধনা উপলক্ষে শুক্রবার (৩ ফেব্রয়ারী ) রাত ৮ টায় থানা কনফারেন্স রুমে থানার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফা এর সভাপতিত্বে এসআই অজিত কুমার তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। বিশেষ অতিথি ছিলেন- মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। শুরুতে চুনারুঘাট থানার পক্ষ থেকে বিদায়ী ও নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সদ্য বিদায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আশরাফ । শুভেচ্ছা বক্তব্য রাখেন নবাগত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুল হক । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন – পৌর মেয়র মো: সাইফুল আলম রুবেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটল, সাবেক সভাপতি মো: কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এ ছাড়াও ইউপি চেয়ারম্যানগণ, থানার ফোর্সদের পক্ষ থেকে বক্তব্য রাখেন চুনারুঘাট থানার ওয়ারল্যাস অপারেটর মো: দেলোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য : গত শুক্রবার বিকেলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রাশেদুল হক । তিনি ইতোপূর্বে জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। এরআগে দেশের বিভিন্ন থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন তিনি । নবাগত ওসি রাশেদুল হক এর বাড়ী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় । এদিকে চুনারুঘাট থেকে সুনামগঞ্জ জেলায় বদলি হয়েছেন ওসি মোঃ আলী আশরাফ । নবাগত ওসি রাশেদুল হক বলেন, সততা ও নিষ্ঠার সাথে নিজের উপরে অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের চেষ্টা করে যাবো। জনগণের সহযোগিতা ছাড়া একটি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নতুন হিসেবে সকলের সহযোগিতা কামনা করছি। প্রসঙ্গত, রাশেদুল হক ২০০৫ সালে সাব ইন্সপেক্টর পদে যোগদান করেন। এরপর বিভিন্ন মামলার রহস্য উদঘাটনসহ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১৬ সালে তিনি ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি লাভ করেন। এর পর চট্টগ্রাম সিএমপি উত্তরের ডিবি ও বাকলিয়া থানার অফিসার ইনচার্জ সহ ভিন্ন থানায় সুনামের সহিত দায়িত্বপালন করেন। এছাড়াও বিভিন্ন জেলা ও থানায় ওসি তদন্ত ও অপারেশন হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশে দায়িত্বে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com