নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চুনারুঘাট সদর সররকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ মুখে
ড্রেনের ওপরের স্লাব ভেঙ্গেগেছে । দীর্ঘদিন অতিবাহিত হলেও ড্রেনের ভাঙা অংশগুলো মেরামত করা হয়নি। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন সদর স্কুলের
কোমলমতি শিশু শিক্ষার্থীসহ পথচারীরা। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের স্কুলের সামনসহ একাধিক স্থানে ড্রেনের ওপরের স্লাব কোথাও সম্পূর্ণ আবার
কোথাও আংশিক ভেঙে গেছে । তবে ড্রেন পরিস্কার করার পরও সেগুলো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়রা ড্রেনের ওপর কাঠ দিয়ে পারাপার হচ্ছেন। খোঁজ নিয়ে জানাগেছে পরিস্কার করতে গিয়ে ড্রেনের একাধিক স্থানে স্লাব ভেঙে ফেলা হয়েছে। ভাঙা অংশ আর মেরামত করা হয়নি। উন্মুক্ত ড্রেনের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন ছাত্র/ ছাত্রী সহ জনসাধারণ। বিশেষ করে
বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মারাত্মক হুমকিতে চলাচল করছেন। স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জানান, প্রতিদিন ৬ শতাধিক ছাত্র ছাত্রী ও তাদের
অভিভাবক যাতায়াত করেন। ড্রেনের ওপর স্লাব ও ফুটপাত না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় শিক্ষার্থীদের। এরআগে এ ড্রেনে পড়ে স্কুলের দুই শিক্ষার্থী আহত হয়। স্থানীয়দের অভিযোগ ড্রেন পরিস্কার করার সময় স্লাব ভেঙে যায়। তবে সেই স্লাবগুলো আর মেরামত করা হয়নি। ফলে কোমলমতি শিশু শিক্ষার্থী সহ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে যেকোন সময় কোমলমতি শিশু শিক্ষার্থীরা ড্রেনে পড়ে মারাত্মক ধরনের আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করছেন স্কুলের, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা বলেন, বিষয়টি পৌর মেয়রকে জানানো হয়েছে তিনি দ্রুত সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন।
Leave a Reply