নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট উপজেলার পুর্বাঞ্চলের ত্রাস গণধর্ষণসহ ১২ মামলার পলাতক আসামি জমরুত আলী (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জমরুত বড়আব্দা এলাকার মৃত মানিক মিয়া ওরফে আব্দুস শহীদ ছেলে । শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে চুনারুঘাট থানার এএসআই কামরুল এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ছনটিলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ত্রাস জমরুতকে গ্রেপ্তার করেন।চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আলী আশরাফ এ তথ্য নিশ্চিত করে জানান, চুনারুঘাট পুর্বাঞ্চল পাহাড়ী এলাকার ত্রাস ছিল জমরুত। দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, র্যাব এসল্ট, বনরক্ষী এসল্ট, গণধর্ষণ, হত্যাচেষ্টা ও মারামারিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল । তার অত্যাচারে অতিষ্ঠ পূর্বাঞ্চলের জনসাধারণ। এপর্যন্ত জমরুতের বিরুদ্ধে গণধর্ষণসহ ১২ টি মামলা রয়েছে। জমরুত তার নিজ এলাকা ছেড়ে দীর্ঘদিন ধরে কবিলাশপুর এলাকার একটি দুর্গম পাহাড়ে আত্মগোপন করে। স্থানীয় সুত্রে জানাগেছে জমরুতের সীমাহীন কর্মকান্ডে পাহাড়ী অঞ্চলের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। পূর্বাঞ্চলের অনেকটাই অঘোষিত ভাবেই সবকিছু নিয়ন্ত্রণ করছে এই জমরুত বাহিনী। চাঁদাবাজি, দখল বাণিজ্য, অপহরণ, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি, লুটসহ জমরুতের নামে রয়েছে ১২ টি মামলাসহ অর্ধশতাধিক অভিযোগ । এই ত্রাস জমরুতের মাধ্যমে পাহাড়ী অঞ্চলের মানুষদের জিম্মি করে রেখেছিল। তার বিরুদ্ধে কথা বলা মানে নিজের ঘাড়ে বিপদ ডেকে আনা। পাহাড়ি অঞ্চলে রয়েছে তার বাহিনীর আধিপত্য। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,এক সময় অন্যের বাড়িতে কাজ করে জীবন চালাতেন এই জমরুত। অভাবের তাড়নায় এক সময় বনের গাছ চুরি করতে নামেন তিনি। গাছ চুরি করতে করতে এখন সে আতঙ্কিত এক গড ফাদার। ইতিমধ্যেই বিভিন্ন মামলায় জেল খেটেছেন। নিজের অস্তিত্বকে জানান দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে পলাতক মামলার আসামী নিয়ে গঠন করে জমরুত তার বাহিনী। তাকে গ্রেফতার করতে বিভিন্ন সময়ে হামলার শিকার হয়েছে র্যাব, পুলিশ ও বনরক্ষী । তার অপরাধ এতই ভয়ঙ্কর যে, কেউ সাহস করে কথা বললে, তার উপর চলে ব্যাপক নির্যাতন।
Leave a Reply