মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুর সীমান্তে আটক ৬ অনুপ্রবেশকারী জিজ্ঞাসাবাদের পর কারাগারে ব্যারিস্টার সুমন কারাগারে চুনারুঘাটে নিহত রাজু মিয়ার বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার চুনারুঘাট থানায় ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসাবাদ ॥ নিরাপত্তা জোরদার চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারীসহ আটক ৫ নবীগঞ্জে শেখ হাসিনার ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল চুনারুঘাটে সাবেক এমপির গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত ॥ অতঃপর ফাঁকাগুলি মাধবপুরে ভারতীয় শাড়িসহ ৩ কোটি টাকার চোরাই পন্য জব্দ লাখাইয়ে বিনামূল্যে বিতরণকৃত ধান-বীজ দোকানে রাখার দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ন্যাশনাল টি কোম্পানীর আইনশৃঙ্খলা সভা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৬০ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাটে চন্ডি ছড়া চাবাগানে ন্যাশনাল টি কোম্পানীর কর্তৃক আয়োজিত সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ ও বিভিন্ন বাগানের কর্মকর্তাবৃন্দদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মে) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা- বাগের লস্করপুর টি আলী ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম । তিনি বলেন, চা- শিল্প রক্ষার্থে পুলিশ প্রশাসন সবসময় পাশে আছে, বাংলাদেশে চা শিল্পের বিকাশে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। চা শিল্পে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অবিস্মরণীয়৷ তিনি একসময় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন৷ সে সময়ে চা শিল্পে মাঠ ও কারখানা উন্নয়ন এবং শ্রম কল্যাণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে৷ জাতীয় অর্থনীতিতে চা শিল্পের গুরুত্ব অপরিসীম এবং সুদূরপ্রসারী৷ প্রধান অতিথি আরও বলেন, চা- বাগানে কোন অবস্থাতেই আইনশৃঙ্খলা বিঘ্ন করা যাবে না, চা-বাগানে গাছ চুরিতে যদি কোন স ‘মিলের লোক জড়িত থাকে তদন্তে পাওয়া যায় , তাহলে স’মিল মালিককে গ্রেফতার করা হবে। কাজেই চুরাইগাছ স’মিলে রাখার আগে যাচাই করে রাখতে হুশিয়ারী দেন। ন্যাশনাল টি কোম্পানীর সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে – তাসফিয়া আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল টি কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর মাসুদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ, হবিগঞ্জের জেলা প্রশাসক, ইশরাত জাহান, হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি, ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক মাস্তাফিজুর রহমান, শাকিল রেজবি, চা- সংসদের চেয়ারম্যান শাহ আলম, ফিনলে টির সিইও, তাসিন আহমেদ , চন্ডিছড়া চা- বাগানের ব্যবস্থাপক মুরাদ হোসেন, মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ মাহমুদ হাসান, মাধপুর সার্কেল মহসিন আল মুরাদ, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলী আশরাফ, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রাজ্জাক, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ আহমেদ খান, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটন, সাংবাদিক আলমগীর চৌধুরী, প্রদিপ দাশ সাগর, নিরঞ্জন গোসামী শুভ, ছালিক আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলা উদ্দিন, আব্দুল হাই প্রিন্স, আব্দুল জাহির মিয়াসহ আরো অনেকেই। এর আগে চা- বাগান কর্তৃপক্ষ বাগানের গাছ চুরি, মাদকসহ নানা সমস্যা তুলে ধরনের। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সকল সমস্যা সমাধানের জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতিদেন। পরে ন্যাশনাল টি কোম্পানীর চেয়ারম্যান শেখ কবির হোসেন সমাপনী বক্তব্যে গত ৮ মে সাতছড়ি চা-বাগানের চুরাই হওয়া গাছসহ সংশ্লিষ্ট চুরদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করায় সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানিয়ে বলেন, চা- শিল্প রক্ষা করতে ভবিষ্যতেও পুলিশ প্রশাসনের সহযোগিতা চান । তিনি বলেন, সকলের সহযোগিতা পেলে চা শিল্প আরো এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com