প্রসেনজিৎকে দ্রুত গ্রেপ্তার করা হবে: শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয়
নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে সাম্প্রতিককালে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেব ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেন। এজন্য দ্রুত তাকে গ্রেফতারের দাবী জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) জুম্মা নামাজের পর মুসলিম জনতার ব্যানারে এ মিছিল বের হয়। মিছিলটি শহরের জংশনের পার্কিং এরিয়ায় এলে সবাইকে শান্ত করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে দ্রুত গ্রেফতার করা হবে বলে ওসি আশ্বাস প্রদান করেন। এ প্রেক্ষিতে মিছিলকারীরা নিজ নিজ এলাকায় ফিরে যান। শান্তি বজায় রাখার স্বার্থে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক ডিবি, র্যাব ও থানা পুলিশ অবস্থান নেয়। জানা গেছে, শায়েস্তাগঞ্জে সাম্প্রতিককালে প্রসেনজিৎ চন্দ্র দেব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেন। এরপর থেকে স্থানীয় মুসলিম জনতা মিলে কয়েক দফা মিছিল করেন। ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। ঘটনার পর থেকে প্রসেনজিৎ এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় প্রসেনজিৎ চন্দ্র দেবকে শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আদিল জজ মিয়া এতথ্য নিশ্চিত করেন। ওসি অজয় চন্দ্র দেব বলেন, প্রসেনজিৎ যেখানে থাকুক না কেন তাকে খুঁজে বের করে গ্রেফতার করা হবে। এ ব্যাপারে কোন প্রকারের ছাড় দেওয়া হবে না।
Leave a Reply