শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশের সেরা ৫০ আইনজীবীর তালিকায় হবিগঞ্জের কৃতি সন্তান মামুন চৌধুরী লস্করপুরে বালু বোঝাই ড্রাম ট্রাক থেকে বিপুল পরিমান মদের চালান জব্দ করল র‌্যাব চুনারুঘাটে মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা উদ্ধার মাধবপুর সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশিকে হস্তান্তর করল ভারতীয় বিএসএফ চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও গলায় ফাঁস দিয়ে নারীর মৃত্যু বাহুবলে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুই চালক আহত মাধবপুরে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৩০ কেজি গাঁজা উদ্ধার ভাঙারি দোকানে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার নবীগঞ্জে সেনাবাহিনীর হাতে ২৯ কেজি গাঁজাসহ মাদক সম্রাট রায়েছ আটক নবীগঞ্জে মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ২

হবিগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পিঠা উৎসব

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৬ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জ  পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। শনিবার (১২ ফেব্রয়ারী) হবিগঞ্জ  পুলিশ লাইন্সের  পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুনাক হবিগঞ্জ  জেলা কমিটির সভানেত্রী তাহেরা রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা ,অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান,  সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, মাধবপুর সার্কেল মহসিন আল মুরাদ,  বাহুবল সার্কেল মো: আবুল খায়ের, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক মো: রাশেদ আহমেদ খান  প্রমুখ। এছাড়া জেলার দশটি থানার ওসি, ও সকল থানার  ইন্সপেক্টর তদন্ত এবং  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।  পুনাক সভানেত্রী 
তাহেরা রহমান বলেন, আবহমান বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব হচ্ছে পিঠা উৎসব। পিঠা ছাড়া মিষ্টি শীতের আমেজ অনুভব করা সম্ভব নয়। পিঠা এখন আর শুধু গ্রামীণ জনপদের আয়োজন নয়। শহরের মানুষের সংস্কৃতিতে পিঠা এখন অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। পুলিশ সুপার এসএম মুরাদ আলি  বলেন, পিঠা উৎসবসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে পুনাক। এর ফলে সামাজিক দায়বদ্ধতার জায়গাতে আমাদের প্রশান্তি তৈরি হয়েছে। এসব কার্যক্রম আমাদের কর্মপ্রেরণার উৎস যোগায়। আয়োজক সংগঠন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নেতৃবৃন্দ জানান,এই  পিঠা উৎসবে ভাপা, পাটিসাপ্টা, কুশলী, রসপিঠা, চিতই, চিকেন সামুচাসহ প্রায় ৫০  রকম পিঠা প্রদর্শন করা হয় এবং  সমবেত অতিথিবৃন্দকে পিঠা পরিবেশন করা হয়।

পরে ১০ টি থানার  পিঠা প্রদর্শনী ও পরিবেশনের মধ্যে প্রথম সেরা স্টল নির্বাচিত হয় বানিয়াচং থানা, দ্বীতিয় স্থান অর্জন করে লাখাই থানা এবং তৃতীয় স্থান করে নেয় নবীগঞ্জ থানা। এসময় বিজয়ীদের সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার এস এম মুরাদ আলি ও “পুনাক’ সভানেত্রী তাহেরা রহমান। পিঠা উৎসব শেষে ‘পুলিশ সেবা সপ্তাহ ২০২২’ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে সাংষ্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে,পুলিশ পরিবার সাধরে অংশগ্রহণ করে অনুষ্ঠানটি উপভোগ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com