রবিবার, ২১ জুলাই ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাহুবলে সড়ক দুর্ঘটনায় ২ যুবক গুরুতর আহত ॥ সিলেট প্রেরণ চাকুরীতে কোটা বাতিলের দাবিতে শায়েস্তাগঞ্জে মহাসড়ক অবরোধ জেলার বিভিন্ন স্থানে পুলিশের সাড়াশি অভিযান ॥ বিপুল পরিমান মাদক ও চোরাই টমটমসহ গ্রেফতার ৫ বাহুবলে রাস্তার পাশ থেকে এক নবজাতক উদ্ধার আজমিরীগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আয়া মায়া রাণীর অপচিকিৎসায় প্রসূতি মহিলার মৃত্যুর অভিযোগ লাখাই-হবিগঞ্জ সড়কের ব্রিজের নীচ থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার নবীগঞ্জে ৩টি ওয়ারেন্টে মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী এস এম আলী গ্রেফতার চুনারুঘাটে ডিবি’র পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ ৪৫ কেজি গাঁজাসহ প্রাইভেটকার ও সিএনজি গাড়ী আটক হবিগঞ্জের আলোচিত সানজানা শিরিনের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সুতাং ব্রীজে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ মহিলা নিহত

কালেঙ্গা ১ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে কাজের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৩১ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাহাড়ি বনাঞ্চলে যোগাযোগের অন্যতম রাস্তা কালেঙ্গা সড়কের ১ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজের শুভ উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর । রবিবার বিকেলে উপজেলার কালেঙ্গা রাস্তার জইনপুরাঘাট থেকে ২ কিলোমিটার রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান । উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রমিজ উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা এলজিইডি , উপ-সহকারী প্রকৌশলী ও আওয়ামিলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রসঙ্গত বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক পাহাড়ি বনাঞ্চল রেমা-কালেঙ্গা। সুন্দরবনের পরে দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক এই বন প্রায় ১৭৯৫ হেক্টর আয়তনের এ বনভূমি বনবিভাগের কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য গঠিত। রয়েছে বেশ কয়েকটি পাহাড়-টিলা। এখানকার পাহাড়গুলোর সর্বোচ্চ উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬৭ মিটার, প্রতিদিন এই সড়কে হাজার হাজার মানুষ যাতায়াত করে। পাহাড়ি বনাঞ্চলে যোগাযোগের অন্যতম রাস্তা কালেঙ্গা সড়ক। পায়ে হেঁটে চলাচল সম্ভব নয়। যানবাহনে চলাচল করতে হয়। অল্প বৃষ্টি হলেই রাস্তায় তেতলে যায়। সড়কটিতে পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। জনদুর্ভোগ চরম আকার সধারণ করে। চরম ভোগান্তিতে পড়েন এলাকার জনসাধারণ। রাস্তাটি সংস্কারের করতে বারবার দাবী জানিয়ে আসছিলেন স্থানীয়রা। এমনকি এনিয়ে একাধিকবার স্থানীয় ও জাতীয় বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। দুর্ভোগের বিষয়টি নজরে আসে স্থানীয় সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যট প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও স্থানীয় প্রশাসনের। তারা বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে রাস্তার কাজের ব্যবস্থা করেন। অবশেষে বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর নির্দেশে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, বিমানমন্ত্রীর নির্দেশে রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে আশা করি অতিদ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ হবে আর রাস্তার কাজ শেষ হলে প্রতিমন্ত্রী শুভ উদ্বোধন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com