আব্দুল জাহির মিয়া ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বন থেকে চুরি হওয়া ১৩ টুকরো সেগুন গাছ উদ্ধার করা হয়েছে। যার পরিমাণ ধরা হয়েছে ১৫. ৬০ ঘনফুট কাঠ। রবিবার দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার এসআই তরিকুল হাসান হিমন। তিনি জানান- বিকেলে থানা পুলিশের উপস্থিতিতে হবিগঞ্জ ও মৌলভীবাজারের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্রের নেতৃত্বে সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনসহ বনকর্মীরা অভিযান চালায়। এ অভিযানে উপজেলার দেওরগাছের চিড়ারমিল এলাকায় অবস্থিত সুজন দেব নাথের মালীকাধীন ভাই ভাই করাত কল থেকে ওই পরিমাণ ১৩ টুকরো সেগুন গাছ উদ্ধার হয়েছে। এ সময় তার সহযোগী গাছ চোররা পালিয়ে গেছে। তিনি জানান- উদ্ধারকৃত টুকরো গাছগুলো চোরেরা সাতছড়ি বন থেকে কেটে নিয়ে এসে মজুদ করে রেখেছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এ ঘটনায় কাউকে এখনও পর্যন্ত আটক করা হয়নি। গাছ চুরি বন্ধে বনবিভাগের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply