নুর উদ্দিন সুমন : সিলেট রেঞ্জ পুলিশ বার্ষিক ফুটবল টুর্নামেন্টে মৌলভীবাজার জেলা পুলিশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ জেলা পুলিশ। সোমবার বিকেলে সিলেট পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত খেলায় নির্ধারত সময়ে হবিগঞ্জ ও মৌলভীবাজার উভয়ই ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে মাধ্যমে খেলা নিষ্পত্তি হয়। এতে ৪-২ গোলে হবিগঞ্জ জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হয়। ১৬ আগস্ট সোমবার বিকেল ৪ টায় সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আফজাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহাম্মেদ পিপিএম। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার নুরুল ইসলাম, শাহিনুর আলম খান, জেদান আল মূসা, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মোঃ মাহমুদুল হাসান প্রমুখ : খেলা শেষে প্রধান অতিথি সিলেট রেঞ্জের ডিআইজি বিজয়ী দলের ক্যাপ্টেন নায়েক মফিজুর রহমান এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও মৌলভীবাজার জেলার ক্যাপ্টেন কনস্টেবল শামিম আহমেদ এর হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন।
প্রধান অতিথি সকলের উদ্দেশ্য বলেন, খেলাধুলা মানুষের দেহ ও মন দুটোই সুস্থ রাখে। দায়িত্বের ফাঁকে সকলকে খেলাধুলার প্রতি মনযোগী হওয়ার আহবান করেন । তিনি আরও বলেন, ফুটবল টুর্নামেন্টের জন্য আগামীতে আরআরএফ পুলিশ লাইন্সে একটি যুগোপযোগী মাঠ ও সিলেট পুলিশ লাইন্সে সকল প্রকার খেলার জন্য একটি ইনডোর স্টেডিয়াম তৈরি করা হবে। পরে সকলের মঙ্গল কামনা করে টুর্নামেন্ট সমাপ্তি ঘোষণা করেন তিনি। উল্লেখ্য, সিলেট জেলা পুলিশের আয়োজনে সিলেট
গত ৯ আগস্ট সিলেট রেঞ্জ পুলিশ বার্ষিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এ খেলায় , সুনামগঞ্জ, মৌলভীবাজার হবিগঞ্জ ও আরআরএফ সহ পাঁচটি দল অংশ গ্রহন করে। এ খেলায় ম্যাচসেরা নির্বাচিত হন হবিগঞ্জ জেলার কনস্টেবল রুবেল আহমদ এবং টুর্নামেন্ট সেরা পুরস্কার পান মৌলভীবাজার জেলার কনস্টেবল শামিম আহমেদ।
Leave a Reply