নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশনায় হবিগঞ্জ সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুলের তত্ত্ববধায়নে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলীর নেতৃত্বে এসআই জুয়েল সরকার ও এসআই মোঃ সাইফুল ইসলাম সহ একদল পুলিশ শাহ এহসান উদ্দিন রুবেল (৪০) নামে একজনকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক রুবেল হবিগঞ্জ শহরতলির রাজনগর এলাকার মৃত শাহ মহিউদ্দিন ওরফে জিলু মিয়ার ছেলে । হবিগঞ্জ সদর থানার ওসি মো: মাসুক আলী জানান,(১৫জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের রাজনগর এতিম খানা সামনে বাইপাস রোডের পশ্চিম পাশে দুপুরে জৈনিক সাবাজ মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে শহরের চিহ্নিত মাদক বিক্রেতা রুবেলকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে -মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে পাঠানো হয়।
এছাড়া গতকাল রাতে এসআই নাজমুল হাসান ও এসআই মাহমুদুল হকের সম্বন্বয়ে একদল পুলিশ সদর থানাধীন ৩ নং তেঘরিয়া ইউনিয়নের রামনগর এলাকার ফজল করিমের ছেলে মো: ছায়েদ মিয়ার বাড়ীর গোয়াল ঘর হইতে ৩টি চোরাই গরু উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত মো: ছায়েদ মিয়াকে আটক করা হয়। উদ্ধারকৃত গরুর অনুমানিক মূল্য ১ লক্ষ আশি হাজার টাকা হবে । এ ঘটনায় গরুর মালিক আশিক মিয়া হবিগঞ্জ সদর মডেল থানার মামলা দায়ের করলে আটককৃত ছায়েদ মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এধরনের অভিযান অব্যাহত আছে বলে ওসি মো: মাসুক আলী জানান।
Leave a Reply