রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারতে অনুপ্রবেশের সময় বাল্লা সীমান্তে আটক ৩ হবিগঞ্জ জেলা বিএনপির সভায় জি কে গউছ ॥ পূজায় মন্দির পাহারা দিবে বিএনপি ও অঙ্গন সংগঠনের নেতাকর্মীরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি সৈয়দ সায়েম শায়েস্তাগঞ্জে লাফ দিয়ে নামতে গিয়ে ট্রেনের নীচে পরে যুবক দ্বি-খন্ডিত শহরে রিপন শীল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিম শ্যোন এরেস্ট মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী আটক বানিয়াচঙ্গের সিএনজি চালক মাসুকের লাশ বাহুবলে উদ্ধার বাহুবলে পুলিশ কর্মকর্তার গাড়ী ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ॥ অল্পের জন্য রক্ষা পেলেন ডিআইজি আতিকা ও চালক আরও এক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী চুনারুঘাটে ভিজিডি ও টিসিবির ৫৭ বস্তা চাউল জব্দ ॥ আটক ২

আশ্রয়নের ৫৬ টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২২৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ ॥ “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় গাজীপুর ইউনিয়নের ইকরতলি গ্রামে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণীর পরিবারের জন্য নির্মিত একক বাসগৃহ (প্রথম পর্যায়) সরেজমিনে পরিদর্শন ও নিয়মিতভাবে আশ্রয়নে বসবাসকারী ৫৬ টি পরিবারকে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ করেছেন চুনারুঘাট উপজেলার পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। রবিাবর বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির খান, আহম্মাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, ১ নং গাজীপুর ইউনিয়নের মেম্বার নির্মল দেব , মালেক মেম্বার, রুবেল আহমেদ, যুবলীগ নেতা জহিরুল ইসলাম উস্তার, শামীম চৌধুরী, রাকিব খান সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশ্রয়নের নিয়মিত বসবাসকারী ৫৬ জন উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের বাসগৃহের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে কোন বাসগৃহের সামান্যতম ত্রুটিও পরিলক্ষিত হয়নি। বরাদ্দকৃত বাসগৃহে উপকারভোগীগণ নিয়মিত বসবাস করছেন। উপকারভোগীগণ জানান, তারা শান্তিপূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঘরে বসবাস করছেন, তাদের কোনরূপ সমস্যা এই মুহূর্তে নেই। ইতোমধ্যে আশ্রয়নের বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। পূর্বের ছয়টি নলকূপের সাথে আরও দশটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। আশ্রয়নের পানি ও বিদ্যুতের কোনরূপ সমস্যা নেই মর্মে উপকারভোগীগণ জানিয়েছেন। পরিদর্শনকালে নিয়মিত বসবাসকারী উপকারভোগীগণ জানান, বর্তমানে প্রকল্প ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান হুমায়ুন কবির খান অন্য সদস্যদের নিয়ে নিয়মিত প্রকল্পের উপকারভোগীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। সে সাথে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাগণ প্রতিনিয়ত প্রকল্প স্থলে উপস্থিত হয়ে প্রকল্প স্থলকে আরো সুন্দর করে সাজাতে এবং প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কর্মকাণ্ড পরিচালনা করছেন। সকল বাসগৃহ সঠিকভাবে নির্মিত হয়েছে বলে পরিদর্শনকালে উপকারভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, “সারা দেশ জুড়ে একজন লোকও গৃহহীন থাকবে না; মাননীয় প্রধানমন্ত্রীর এই অভিপ্রায়কে বাস্তবে রূপদান করতে চুনারুঘাটের মাটি ও মানুষের নেতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী এর সার্বিক দিক নির্দেশনায় উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রীর দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১২০ টি বাসগৃহ ইতোমধ্যে নির্মাণ করেছে। আমি প্রতিটি প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় ও বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ কার্যক্রম সফল করতে কঠোর পরিশ্রম করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন রচনায় সরাসরি ভূমিকা রাখতে পেরে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি ভীষণভাবে গর্ববোধ করছি। আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেক সদস্য ও শুভানুধ্যায়ীগণ জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্বপ্নকে বাস্তবে রূপদান দিতে পেরে ভীষণভাবে আবেগাপ্লুত। তিনি এই প্রকল্প বাস্তবায়নের সাথে ও ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে তিনি বিশেষ প্রতিক্রিয়াশীল সরকারবিরোধী গোষ্ঠীর অপপ্রচার সম্পর্কে চুনারুঘাটের জনগণকে সতর্ক থাকতে অনুরোধ করেন। তিনি বলেন, “গণমানুষের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখে সরকার বিরোধী প্রতিক্রিয়াশীল একটি গোষ্ঠী হঠাৎ করে বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা অপপ্রচারে লিপ্ত। আমাদের চুনারুঘাট উপজেলার আশ্রয়ন প্রকল্প নিয়েও সংবাদমাধ্যমে মিথ্যা তৎপরতা চলমান রয়েছে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি আমাদের তত্ত্বাবধানে যে আশ্রয়ন প্রকল্প নির্মিত হয়েছে তা সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে ড্রইং ডিজাইন অক্ষুন্ন রেখে করা হয়েছে। এর ফলশ্রুতিতে প্রথম পর্যায়ে গত ২৩ জানুয়ারি গাজীপুরে ইকরতলীর এই আশ্রয়ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উদ্বোধন করায় চুনারুঘাটবাসীর পক্ষে আমরা ভীষণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি স্বচক্ষে উপস্থিত হয়ে সকলকে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে চুনারুঘাট উপজেলায় বাস্তবায়িত আশ্রয়ন প্রকল্প গুলো ঘুরে দেখতে অনুরোধ জানান। তাহলে আশ্রয়ন নিয়ে সকল ধরনের মিথ্যা তৎপরতার অবসান হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে বিব্রত করতে বিএনপি-জামাত জোটের প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কে উদ্দেশ্য করে তিনি বলেন, “সময় থাকতে সকল অপতৎপরতা বন্ধ করুন, না হলে এদেশের জনগণ, যারা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত তারা একত্রিত হয়ে আপনাদের সমূলে উৎখাত করবে। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা-কর্মীকে তিনি জামাত-বিএনপি জোটের ষড়যন্ত্র থেকে সচেতন থাকতে আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com