নুর উদ্দিন সুমন : পর্যটন ও গ্রামীণ জনপদের উন্নয়নকল্পে কার্য পরিকল্পনা নিয়ে হবিগঞ্জের চুনারুঘাটে গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনলাইনে জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত হয়। (১৭জুন) বিকেল ৩ টায় প্রায় দুই ঘন্টাব্যাপী স্থায়ী কর্মশালয় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক সিনিয়র সচিব মিস ইসরাত জাহান কেয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ। গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক একটি উপস্থাপনা করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক যুগ্ম সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। সম্মানিত অতিথি হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আবু তাহের,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, চুনারুঘাট সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমরুল কবীর, পৌর মেয়র মো: সাইফুল আলম রুবেল, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মিলটন চন্দ্র পাল, চুনারুঘাট থানার ওসি তদন্ত মোঃ আলী আশরাফ প্রমুখ ।
আরও বক্তব্য রাখেন, ইউপি চেযারম্যান আব্দুর রশিদ, সামছুন্নাহার চৌধুরী, আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজ, সাংবাদিক জাহাঙ্গীর আলম। এছাড়াও গ্রামীন উন্নয়নে পর্যটন বিষয়ক শীর্ষক সেমিনারে সকল সরকারী দপ্তররের কর্মকর্তা ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিবগন, ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকগণ জুম এর মাধ্যমে আয়োজিত কর্মশালায় অংশগ্রহন করেন। চুনারুঘাটের চার পাশে রয়েছে বিভিন্ন দর্শনীয় নিদর্শন সমূহ। এক কথায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে রয়েছে পর্যটনের সম্ভাবনা। চুনারুঘাটের সমস্ত নির্দশন সমূহ কে পর্যটনের আওতায় আনার প্রস্তাব রাখেন বক্তারা।
Leave a Reply